আজ সীমিত পরিসরে খুলেছে ব্যাংক, বীমা ও শেয়ারবাজার

প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ১১:৪৪

সাহস ডেস্ক

গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশে শুরু হয়েছে কঠোর লকডাউন। অপরদিকে ১ জুলাই ছিল ব্যাংক হলিডে একারণে ওই দিন কোন লেনদেন হয়নি। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারের সঙ্গে রবিবার পর্যন্ত লেনদেন বন্ধ রেখে সোমবার থেকে ব্যাংক খোলার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। এরফলে টানা চার দিন বন্ধ থাকার পর আজ সোমবার (৫ জুন) থেকে আবারও খুলছে ব্যাংক, বীমা ও শেয়ারবাজার। তবে সরকারঘোষিত বিধিনিষেধের কারণে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারের লেনদেন হবে সীমিত পরিসরে।

করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সাতদিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই বিধিনিষেধের মধ্যে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়ে গত বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী লেনদেনের সময়সীমা কমিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত করা হয়।

গত ৩০ জুন বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক খোলার নির্দেশনা দেয়ার পরপরই পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে লেনদেন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানায়।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকায় সারাদেশে চলমান সপ্তাহব্যাপী কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো দরকার বলে রবিবার (৪ জুলাই) অভিমত দিয়েছেন কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত