করোনাভাইরাস: বাংলাদেশকে ১ কোটি ২৯ লাখ ডলার অর্থসহায়তা দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশ : ২৮ জুন ২০২১, ০২:০৩

সাহস ডেস্ক

মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশকে অতিরিক্ত ১ কোটি ২৯ লাখ ডলার অর্থসহায়তা দেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা (ইউএসএআইডি)। করোনা মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর জন্য এ সহায়তা দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

রবিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর একটি হোটেলে ইউএসএআইডি প্রকাশিত একটি বইয়ের মোড়ক উন্মোচনের পর এ তথ্য জানান তিনি।

বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আপনারা এরই মধ্যে জেনেছেন, বাংলাদেশ শিগগিরই কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া মডার্নার ২৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা পেতে যাচ্ছে। এটি টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত করোনাভাইরাসের আট কোটি ডোজ টিকার অংশ। যুক্তরাষ্ট্র এরই মধ্যে কোভ্যাক্সে প্রতিশ্রুত ৪০০ কোটি ডলারের মধ্যে ২০০ কোটি ডলার দিয়েছে। কোভ্যাক্সে এককভাবে এটি কোনো দেশের সর্বোচ্চ সহযোগিতা।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, করোনা আমাদের শিখিয়েছে, সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই। মহামারি ও জলবায়ু পরিবর্তনের মতো সংকটে একসঙ্গে কাজ করতে হয়। কারণ, এসব কোনো সীমা মানে না। তাই করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের এসব উদ্যোগ সংকট মোকাবিলার দৃষ্টান্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত