বাজেটসহ চার বিলে রাষ্ট্রপতির সম্মতি

প্রকাশ : ২৪ জুন ২০২১, ১৫:৫৯

সাহস ডেস্ক

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২০-২১ অর্থ বছরের সম্পূরক বাজেটসহ চারটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিলগুলো হলো নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২১; আয়োডিনযুক্ত লবণ বিল, ২০২১; হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল, ২০২১ এবং শিশু দিবাযত্ন কেন্দ্র বিল, ২০২১।

বৃহস্পতিবার (২৪ জুন) তিনি বিলগুলোতে স্বাক্ষর করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর মধ্যে চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকার সম্পূরক বাজেট ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২১’ পাস হয় গত ৭ জুন।

মূলত যেসব মন্ত্রণালয় বা বিভাগ তাদের মূল বরাদ্দের থেকে অতিরিক্ত খরচ করেছে, সেটার অনুমোদন নিতেই এই বিল পাস করা হয়।

এ ছাড়াও প্রাণির খাদ্য তৈরিতে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের বিধান রেখে ‘আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১’ সংসদে পাস হয় গত ১৪ জুন। ১৯৮৯ সালের ‘আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধ আইন’ রহিত করে নতুন আইন করতে বিলটি আনা হয়েছিল। এই বিল পাস হওয়ার একদিন পর সংসদে গত ১৫ জুন ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল-২০২১’ পাস হয়।

আর ‘শিশু দিবাযত্ন কেন্দ্র বিল-২০২১’ বিলটি সংসদে পাস হয়েছে ১৬ জুন। এই বিলে নিবন্ধন ছাড়া শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) চালালে দুই বছরের জেল ও দশ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত