বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন মাইলফলক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪২

সাহস ডেস্ক

প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। করোনা মহামারিতেও দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুদিন পর পর বিলিয়ন ডলারের ঘর টপকে যাওয়া নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, প্রবাসীদের পাঠানো অর্থ এবং কম আমদানির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, দেশে বৈদেশিক মুদ্রার যে রির্জাভ রয়েছে, তা দিয়ে আগামী ১১ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছিল। যেটি ছিল সর্বোচ্চ রিজার্ভ। আর নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে ১৯৬ কোটি ২৬ লাখ ডলারের রেমিটেন্স এসেছে, যা গত বছরের (২০২০) জানুয়ারির চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি। ফেব্রুয়ারি মাসের ২৩ দিনে (১ থেকে ২৩ ফেব্রুয়ারি) ১৪৯ কোটি ৫০ লাখ ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি।

দেশে উন্নয়নশীল অংশীদারদের বিনিয়োগও আসা শুরু করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত