ডিসেম্বরে মুদ্রাস্ফীতি ৫.২৯ শতাংশ হ্রাস পেয়েছে

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২১, ০২:৩২

সাহস ডেস্ক

মুদ্রাস্ফীতির সাধারণ সূচক হ্রাস পেয়েছে। ২০২০ সালের ডিসেম্বরে মুদ্রাস্ফীতি ০ দশমিক ২৩ শতাংশ পয়েন্ট হ্রাস পেয়ে ৫ দশমিক ২৯ শতাংশ পয়েন্টে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২০ সালের ডিসেম্বর মাসে মুদ্রাস্ফীতির সাধারণ সূচক হ্রাস পেয়ে ৫ দশমিক ২৯ শতাংশ পয়েন্টে দাঁড়িয়েছে।

তিনি আজ রাজধানীর শের-এ-বাংলা নগর এলাকায় এনইসি’র সম্মেলন কক্ষে একনেকের বৈঠক শেষে মাসিক ভোক্তা মূল্য সূচক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন। একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন।

২০২০ সালের নভেম্বরে মুদ্রাস্ফীতির সাধারণ সূচক হার ছিল ৫ দশমিক ৫২ শতাংশ পয়েন্ট।

বিবিএস এর তথ্য-উপাত্যে দেখা গেছে যে ডিসেম্বর মাসে খাদ্য মুদ্রাস্ফীতি ৫ দশমিক ৩৪ শতাংশ হ্রাস পেয়েছে। এর আগের মাসে এই মুদ্রাস্ফীতি ছিল ৫ দশমিক ৭৩ শতাংশ।

এদিকে, খাদ্য ছাড়া অন্যান্য দ্রব্যের মুদ্রাস্ফীতির হার গত মাসে সামান্য বেড়ে ৫ দশমিক ২১ শতাংশ হয়েছে। নভেম্বর মাসে মুদ্রাস্ফীতির এই হার ছিল ৫ দশমিক ১৯ শতাংশ।

গত মাসে গ্রামীণ এলাকাগুলোতে মুদ্রাস্ফীতির সাধারণ সূচক ৫ দশমিক ২৮ শতাংশ হ্রাস পেয়েছে। নভেম্বরে এই মুদ্রাস্ফীতির সূচক ছিল ৫ দশমিক ৫৫ শতাংশ।

ডিসেম্বর মাসে শহর এলাকাগুলোতেও মুদ্রাস্ফীতির সাধারণ সূচক ৫ দশমিক ৩১ শতাংশ হ্রাস পেয়েছে। নভেম্বরে শহর এলাকাগুলোতে এই মুদ্রাস্ফীতি ছিল ৫ দশমিক ৪৭ শতাংশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত