হাজি সেলিমের দখল থেকে জমি উদ্ধার করলো অগ্রণী ব্যাংক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২০, ০২:৩৫

সাহস ডেস্ক

পুরান ঢাকার মৌলভীবাজারে অগ্রণী ব্যাংকের করপোরেট শাখার মালিকানাধীন ২০ শতক জমি সংসদ সদস্য হাজি মো. সেলিমের দখল থেকে  উদ্ধার করেছে অগ্রণী ব্যাংক।  এই জমি ১০ বছর ধরে দখল করে রেখেছিলেন হাজি সেলিম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা জমি উদ্ধারের চেষ্টা করেছি। কিন্তু হাজি সেলিমের লোকজনের কারণে সেটা সম্ভব হয়নি। তবে হাজি সেলিমের ছেলে গ্রেফতার হওয়ার পর অগ্রণী ব্যাংকের নিরাপত্তাকর্মীরা ব্যাংকের নিজস্ব জমি উদ্ধার করেছেন।

তিনি আরও বলেন, আমি যতদূর শুনেছি, হাজি সেলিম তার স্ত্রী গুলশান আরার নামে জাল দলিল বানিয়ে সরকারি এই জমি দখল করে নিয়েছিলেন। জমিতে থাকা অগ্রণী ব্যাংকের দোতলা ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত