খেলাপি ঋণ আদায়ে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

প্রকাশ | ১৫ অক্টোবর ২০২০, ০২:৩৯

অনলাইন ডেস্ক

ঋণখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে খেলাপি ঋণ আদায়ে কঠোর ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়াও রিজার্ভ চুরি ও মুদ্রা পাচার রোধে যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিরোধকল্পে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর প্রতি তদারকি জোরদার করতে সুপারিশ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে এক বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে সংসদে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের দেওয়া প্রতিশ্রুতিগুলো যথাসময়ে বাস্তবায়ন করতে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি। এ ছাড়া, উপজেলা পর্যায়ে ও গ্রোথ সেন্টার লেভেলে রাজস্ব আয় বাড়াতে দক্ষ জনবল বৃদ্ধিসহ শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আলী আশরাফ। কমিটির সদস্য মো. মুজিবুল হক এমপি, গোলাম মোহাম্মদ কাদের ও আব্দুল মান্নান এতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ অর্থ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।