পোশাকখাতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ইতালির টেডি গ্রুপের

প্রকাশ : ১৯ জুন ২০২০, ১১:৫৫

সাহস ডেস্ক

করোনাভাইরাসের মহামারির সময় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে ইতালিয়ান ফ্যাশন কোম্পানি টেডি গ্রুপ। এই মহামারির সময়ে তাদের কোনো কার্যাদেশ স্থগিত বা বাতিল করা হয়নি বলেও টেডি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়। সম্প্রতি রোমে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এ প্রতিশ্রুতি দেয়।

বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, এই মহামারির সময়ে কোনো কার্যাদেশ স্থগিত বা বাতিল করা হয়নি বলেও টেডি গ্রুপের পক্ষ থেকে অবহিত করা হয়। তা ছাড়া বিদ্যমান কাজের পরিবেশ বজায় থাকলে তাদের কার্যাদেশ অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস প্রদান করে। এ মাসের শেষের দিকে বাংলাদেশে একটি বড় অঙ্কের কার্যাদেশ দেওয়া হচ্ছে বলে দূতাবাসকে অবহিত করেন কোম্পানির প্রতিনিধিরা। তবে বিশ্বব্যাপী সার্বিক চাহিদা হ্রাস পাওয়ার ফলে আগের বছরের একই মৌসুমের তুলনায় ওই কার্যাদেশের পরিমাণ কিছুটা কম হতে পারে বলে জানান তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে আগামী তিন অথবা চার মাস পর কার্যাদেশের পরিমাণ আগের পর্যায়ে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন কোম্পানির প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত