প্রতি কেজি পেঁয়াজের প্লেন ভাড়া ১৫০ টাকা: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৯, ১৯:১৭

সাহস ডেস্ক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দেশে পেঁয়াজের ঘাটতি মেটাতে উড়োজাহাজে করে পেঁয়াজ আমদানি করা হয়েছে। তবে আমদানিকৃত প্রতি কেজি পেঁয়াজের ভাড়া পড়েছে ১৫০ টাকা করে। মানুষের উপকারের জন্য সরকার এটা করেছে।’

আজ ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পেঁয়াজের দাম বৃদ্ধিতে ব্যবসায়ীরা সুযোগ নিয়েছে। ২৯ সেপ্টেম্বর ভারত যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। সেদিন সন্ধ্যায় ঢাকার বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যায়। কিন্তু সেসময় বাজারে যে পেঁয়াজ ছিল তাতো আমদানি আগেই করা হয়েছে। তাদের ধরলে বলে এখন সুযোগ পেয়েছে বলে লাভ করছে। তারা আসলে সুযোগ নিয়েছে।’

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘পেঁয়াজের দাম এমন একটা পর্যায়ে থাকা উচিত, যেখানে থাকলে কৃষকের লোকসান হবে না আবার সাধারণ মানুষেরও ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।’

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন ড. শামসুল আলম, বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, এফবিসিসআই সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ। পাশাপাশি, প্রতিযোগিতা কমিশনের কার্যক্রমের বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. ফরাসউদ্দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত