৫ বছরের মধ্যে ডাবল ডিজিটে পৌঁছাবে প্রবৃদ্ধির হার: অর্থমন্ত্রী

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২১

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আগামী অর্থবছরে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি হবে ৮.৩ শতাংশ। আর তা আগামী ৫ বছরের মধ্যে ডাবল ডিজিটে পৌঁছাবে প্রবৃদ্ধির হার।’

৩০ সেপ্টেম্বর (সোমবার) রাজধানীতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ‘আগামী বছর শুধু পদ্মা সেতু থেকেই ১% প্রবৃদ্ধি আসবে।’

তিনি বলেন, ‘বিভিন্ন প্রকল্পে অর্থের অপচয় হচ্ছে। শতভাগ কাজে লাগে না প্রকল্পের অর্থ। নানা ত্রুটি আছে। এসব ত্রুটি ও অপচয় কমানোর চেষ্টা করা হচ্ছে।’

অর্থমন্ত্রী আরো বলেন, ‘যেসব প্রকল্পের কাজ নিজেদের ঠিকাদার দিয়ে করানো যাচ্ছে না বা সংশয় থাকে সেখানে বিদেশিদের দিয়ে কাজ করানো হচ্ছে।’

এদিকে, অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইইউ রাষ্ট্রদূত মিজ রেনজি তেরিক।

সূত্র: সময়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত