কাঁচা চামড়া বিক্রি শুরু

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ১২:১৯ | আপডেট: ১৯ আগস্ট ২০১৯, ১৪:০৪

কাঁচা চামড়া ক্রয়ে সৃষ্ট সংকট সমাধানে রবিবারের আলোচনার পর আড়ৎদাররা কাঁচা চামড়া বিক্রি শুরু করেছেন।

সোমবার (১৯ আগস্ট) সকাল থেকেও কাঁচা চামড়া ক্রয় করা শুরু করেছেন ট্যানারি মালিকরা। উল্লেখ্য, রবিবার (১৮ আগস্ট) আড়ৎদার ও ট্যানারি মালিকদের নিয়ে এক বৈঠকে আজ থেকে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এর আগে ট্যানারি মালিকদের কাছ থেকে আগের পাওনা টাকা আদায় না হওয়া পর্যন্ত কাঁচা চামড়া বিক্রয় করবেন না বলে জানিয়েছিলেন আড়ৎদাররা। তবে, ২২ আগস্ট আগের আগের বকেয়া পাওনা আদায়ে একটি বৈঠক হবার কথা রয়েছে বলে জানা গিয়েছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এবং চামড়া খাতসংশ্লিষ্ট পক্ষগুলো বসে এসব সমস্যার সমাধান করবে বলে জানা যায়।