টানা ৯ দিন ছুটি শেষে কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৯, ১৫:৪০

টানা ৯ দিন ছুটি শেষে রবিবার (১৮ আগস্ট) সকাল থেকে পুনরায় কর্মচঞ্চল হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম  স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর।

গত ৯ আগস্ট শুক্রবার থেকে গত ১৭ আগস্ট শনিবার পর্যন্ত পবিত্র ইদুল আজহা, ১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি, শুক্রবার সাপ্তাহিক ছটি ও ঐচ্ছিক ছুটি মিলিয়ে ৯ দিন বন্ধ ছিল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম।

 

রবিবার (১৮ আগস্ট) দুপুরে বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক  মেসবাহুল ইসলাম ছুটি শেষে যথারীতি বন্দর চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। 
 

অবশ্য ওই ৯ দিন বন্দরে আমদানী-রপ্তানী কার্য়ক্রম বন্ধ থাকলেও কিছু লোড-আনলোড ও পণ্য পরিবহণ চালু ছিল। এছাড়া ঈদের দিনসহ প্রতিদিনই সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট পথে ভারত ভ্রমণকারীদের যাতায়াত স্বাভাবিক ছিল। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত