দেশীয় পশু দিয়েই কোরবানির চাহিদা মেটানো সম্ভব

প্রকাশ : ১৩ জুলাই ২০১৯, ১২:১৬

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় খামারিরা নিজেদের শেষ সময়ের প্রস্তুতি সারছেন। তাদের চাওয়া, বাইরের পশু যেনো এবারে আমদানি করা না হয়।

দেশীয় খামারিরা বলছেন, দেশে যে পরিমান পশু মজুদ রয়েছে তাতেই কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব। তাই দেশের বাইরে থেকে প্সহু আমদানি করার তেমন কোনো প্রয়োজন হবে না বলে মনে করেন খামারিরা।

খামারিরা জানিয়েছেন, পশুর খাদ্যের দাম চড়া হলেও ঠিকঠাক মতই তারা পশুর জন্য খাদ্য যোগান দিয়েছেন। ঈদে বাইরে থেকে পশু আমদানি না করলে খামারিরা লাভের মুখ দেখবেন বলে মনে করেন তারা। 

প্রাণিসম্পদ অধিদফতর বলছে, এ বছর দেশীয় পশু দিয়েই কোরবানির চাহিদা মেটানো সম্ভব। কোরবানির জন্য এক কোটি ১৭ লাখ গরু, ছাগল, মহিষ প্রস্তুত। এর মধ্যে গবাদি পশুর সংখ্যা ৪৫ লাখ। গত কোরবানির ঈদে এক কোটি ১৫ লাখ পশু প্রস্তুত ছিল। কিন্তু কোরবানিতে পশু জবাই করা হয়েছিল এক কোটি পাঁচ লাখ। ১০ লাখ পশুর যোগান বেশি ছিল চাহিদা থেকে। সে হিসেবে এবারও বাইরের পশু ছাড়া চাহিদা মেটানো সম্ভব। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত