রাষ্ট্রপতি শিল্প পুরস্কার পাচ্ছে ১৪ প্রতিষ্ঠান

প্রকাশ : ২৮ জুন ২০১৯, ১২:২০

সাহস ডেস্ক

দেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতিস্বরূপ বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, কুটির ও হাইটেক ক্যাটাগরিতে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে ১৪ প্রতিষ্ঠান।

শুক্রবার (২৮ জুন) বেলা ১১টায় শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৭ প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ১ লাখ ২৫ হাজার ক্ষুদ্র শিল্প এবং প্রায় সাড়ে ৮ লাখ কুটির শিল্প রয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পখাতে প্রায় ৩৮ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। এসব শিল্পের গুণগত মানোন্নয়নের লক্ষ্যেই এ পুরস্কারের আয়োজন করা হয়েছে।

যেসব প্রতিষ্ঠান পাচ্ছে রাষ্ট্রপতি শিল্প পুরস্কার:

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে— স্কায়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এনভয় টেক্সটাইলস লিমিটেড, অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড।

মাঝারি শিল্প ক্যাটাগরিতে— গ্রিন টেক্সটাইল লিমিটেড, ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড, জিএমই অ্যাগ্রো লিমিটেড।

ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে— অটো-টেক্স লি:, এপিএস অ্যাপারেলস লিমিটেড, বিএনপি ফুড প্রোডাক্টস (প্রা:) লিমিটেড।

মাইক্রো শিল্প ক্যাটাগরিতে— স্মার্ট লেদার প্রোডাক্ট।

কুটির শিল্প ক্যাটাগরিতে— কোর দি জুট ওয়ার্কস, প্রতিবেশী প্রশিক্ষণ কেন্দ্র ও কুটির শিল্প উন্নয়ন সংস্থা।

হাইটেক শিল্প ক্যাটাগরিতে— সার্ভিস ইঞ্জিন লিমিটেড, ন্যাসেনিয়া লিমিটেড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত