গবেষণা ও উন্নয়ন খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ

প্রকাশ : ১৪ জুন ২০১৯, ১৮:৪৯

সাহস ডেস্ক

গবেষণা ও উন্নয়ন খাতে অতিরিক্ত ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে।

১৩ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে বাজেট উত্থাপনে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, উৎপাদশীলতা বৃদ্ধি ও দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চতর রাখার জন্য অন্যতম পূর্বশর্ত হলো বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উন্নয়ন।

দেশের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে উৎসাহিত করার জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে। আগামী ২০১৯-২০ অর্থবছরে বাজেটে গবেষণা ও উন্নয়ন খাতে অতিরিক্ত ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত