একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

প্রকাশ : ১১ জুন ২০১৯, ১৮:০১

সাহস ডেস্ক

একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকেল ৫ টায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়।

বাজেট অধিবেশনে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও দেশী-বিদেশী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। এবার প্রথমবারের মত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

জানা যায়, এবারের বাজেটের আকার হতে পারে ৫ লাখ ২৩ হাজার ১শত ৯০ কোটি টাকা। বৃহস্পতিবার (১৩ জুন) ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।

এর আগে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গত দশ অর্থবছরে বাজেট পেশ করেন। টানা এগারোবারের মত বাজেট পেশ করছে বর্তমান সরকার।

সাহস২৪.কম/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত