পাটকল শ্রমিকদের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে বলেছি: অর্থমন্ত্রী

প্রকাশ : ১৫ মে ২০১৯, ১৭:৩২

সাহস ডেস্ক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সরকারের ভর্তুকিতে চলা পাটকলে বকেয়ার জন্য আন্দোলনকারী শ্রমিকদের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে বলেছি। প্রধানমন্ত্রী একটা সুরহা করতে পারবেন। আমার বিশ্বাস কোনো না কোনোভাবে প্রধানমন্ত্রী একটা সমাধান খুঁজে বের করবেন।’

১৫ মে (বুধবার) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে প্রশ্নের জবাবে একথা জানান অর্থমন্ত্রী।

খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন শ্রমিকেরা।

অর্থমন্ত্রী বলেন, ‘পাটকল, আর আমরা কতদিন ফাইন্যান্স করবো? গত ১০ বছরে আমরা সাত হাজার কোটি টাকা ফাইন্যান্স করেছি। এখনো ফাইন্যান্সিং চলছে, ফ্যাক্টরি চলে না, বন্ধ। বেতন দিতে না পারলে…। আমি জানি না কীভাবে এটা হবে। প্রধানমন্ত্রী আমার মনে হয় ঠিকমতো সুরাহা করতে পারবেন।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘আর যেহেতু আমি সরাসরি এই মন্ত্রণালয়ের দায়িত্বে না, কথা বলাও আমার ঠিক হবে না। ওই মন্ত্রণালয়ে দু’জন মন্ত্রী আছেন। মন্ত্রীরা ডেফিনেটলি কোনো না কোনো কমিটমেন্ট দিয়েছেন, যারা চাকরি করেন শ্রমিক-কর্মচারী যারা আছেন, হয়তো তারা একটা কথা দিয়েছেন বা আলাপ-আলোচনা করেছেন। আমি বললে দু’রকম হতে পারে, এজন্য আমি বলবো না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত