আর্থিকখাতে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না: অর্থমন্ত্রী

প্রকাশ : ০২ এপ্রিল ২০১৯, ১৭:৩৭

সাহস ডেস্ক

আর্থিকখাতে কোনো ধরনের অব্যবস্থাপনা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর ওয়েস্টিন হোটেলে পদ্মা ব্যাংক লিমিটেডের প্রথম বার্ষিক ব্যবসা সম্মেলনে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘আর্থিক খাতে কোনো ধরনের অব্যবস্থাপনা বরদাশত করা হবে না। আর যারা অব্যবস্থাপনা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারও পকেটে দুর্নীতির টাকা যাবে না। বাংলাদেশের মানুষের প্রত্যেকের হিসাব নিরাপদ। কারও কাছে লুজিং মানি যাবে না। যা করবো সততার সাথে করবো। এমনভাবে পলিসি করবো, যাতে সবাই উপকৃত হয়। ব্যাংক কখনো টাকার অভাবে বন্ধ হয় না, বন্ধ হয় প্রতিষ্ঠানের অব্যবস্থাপনার কারণে।তাই বেসরকারি ব্যাংকগুলোকে ম্যানেজমেন্টের দিকে নজর দিতে হবে।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, সবসময় আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ২০২৪ সালের মধ্যে আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাবো। তখন আমাদের রপ্তানিমুখী অর্থনীতিতে প্রবেশ করতে হবে। এজন্য, কর্মসংস্থানের যোগান দিতে হবে। প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ বাড়িয়ে ২৭ শতাংশে যেতে হবে। সবমিলিয়ে ব্যাংকিং সেক্টরের অর্থনীতিতে ব্যাপক অবদান আছে।

পদ্মা ব্যাংক সম্পর্কে গভর্নর বলেন, ব্যাংকটিতে কোনো ধরনের এগ্রেসিভ লেনদেন করা যাবে না। ঋণ হতে হবে ছোট ছোট। যেকোনো বাহুল্য খরচ পরিহার করতে হবে। ব্যাংকের ইমেজ রক্ষা করে চলতে হবে। কোনো চেক যেন ডিজঅনার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, বাংলাদেশে ব্যাংকে টাকা রেখে ভয়ের কিছু নেই। কিন্তু কিছু ব্যক্তি ব্যাংক থেকে টাকা নিয়ে আর ফেরত দেয় না এটা ঠিক নয়। এসব ব্যক্তিদের কঠোরভাবে ধরতে হবে। অন্যদিকে যে কয়েকটি প্রতিষ্ঠান মানি লন্ডারিং করেছে আমরা তাদের মধ্যে কয়েকজনকে ধরেছি। বাকিদের ধরার কাজ চলছে। এজন্য, সাধারণ মানুষের আস্থা অর্জনে ব্যাংক ও সরকারকে আরও বেশি সোচ্চার হতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো আছাদুল ইসলাম, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চেয়ারম্যান মো শফিকুর রহমান পাটোয়ারী,পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এহসান খসরু, সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল, জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা সামসুদ্দোহা, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান ড. মুজিব উদ্দিন আহমেদ, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদসহ অনেকেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত