নীলফামারীতে এসএমই পণ্য মেলা শুরু

প্রকাশ : ১৬ মার্চ ২০১৯, ০৯:১৮

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে।

জেলা শহরের বড়মাঠে শুক্রবার (১৫ মার্চ) দুপুরের দিকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

জেলা প্রশাসনের সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন ও বিসিক আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহা-ব্যবস্থাপক আবু মঞ্জুর সাইফ, নীলফামারী বিসিকের উপ-ব্যবস্থাপক হোসনে আরা খাতুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম প্রমুখ।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করণে সহায়তা প্রদানের লক্ষ্যে মেলাটি চলবে আগামী ২ মার্চ পর্যন্ত।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম জানান, মেলায় ৫০টির অধিক স্টলে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শিত হচ্ছে। মেলায় প্রতিদিন দর্শনার্থীদের চিত্ত বিনোদনের আয়োজন করা হয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত