২ দিন বন্ধের পর সচল হল হিলি স্থলবন্দর

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৯

সাহস ডেস্ক

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ২ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে। 

আজ শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, বৃহস্পতিবার একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে কাস্টমসের সকল বিভাগ বন্ধ ছিল। এতে টানা দু’দিন বন্দর দিয়ে দুঈ দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। 

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত