পুঁজিবাজারে লেনদেন কমলেও সূচক বেড়েছে

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৫

সাহস ডেস্ক

সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৬৫টির, আর ৫৬টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৭৩৫ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৬১১ কোটি ৭৬ লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও।

সিএসইতে লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৪২টির, আর ৪২টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত