বাণিজ্য মেলায় ২০০ কোটি টাকার রপ্তানি আদেশ এসেছে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৬ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৩

অনলাইন ডেস্ক

বাণিজ্য মেলায় প্রায় ২০০ কোটি টাকার রপ্তানি আদেশ এসেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এবারের মাসব্যাপী মেলায় দর্শক এসেছে ৫০ লাখ। দেশি পণ্যের চাহিদা বাড়াকে ইতিবাচক হিসাবে দেখেছেন বাণিজ্যমন্ত্রী।

শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

টিপু মুনশী আরো জানান, বাণিজ্য মেলা আপাতত পূর্বাচলে যাচ্ছে না, আগারগাঁওয়েই থাকছে। আন্তর্জাতিক মেলা করতে বড় জায়গার প্রয়োজন। পূর্বাচলে আপাতত সে পরিমাণ জায়গা প্রস্তুত নেই। তবে চলতি বছরের শেষদিকে আন্তর্জাতিক প্রদর্শনী হবে পূর্বাচলে। সেখানে টেক্সটাইলসহ রপ্তানিমুখী সব পণ্য প্রদর্শনের সম্ভাবনা আছে। তিনি রফতানি পণ্য আরও বহুমুখিকরণের আহ্বান জানান।

মন্ত্রী বলেন, পোশাক খাতের পাশাপাশি অন্য পণ্যের বাজার বিস্তৃত করতে হবে। এ জন্যে সরকার নানা ধরণের নীতি সহায়তা দিয়ে আসছে।