ফারমার্স ব্যাংকের নাম বদলে ‘পদ্মা’

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৯, ১২:২৮

সাহস ডেস্ক

নাম পাল্টে গেছে ঋণ কেলেঙ্কারিসহ নেতিবাচক কারণে বহুল আলোচিত ফারমার্স ব্যাংকের। ব্যাংকটির নতুন নাম দেওয়া হয়েছে ‘পদ্মা ব্যাংক লিমিটেড’। বুধবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

২০১৩ সালে যাত্রা শুরুর পর মাত্র বছর তিনেকের মধ্যেই ঋণ কেলেঙ্কারিসহ নেতিবাচক কারণে আলোচনায় আসে ব্যাংকটি। কেন্দ্রীয় ব্যাংকের চাপে সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদেও পরিবর্তন এসেছে।

এর আগে, ব্যাংকটি তারল্য সংকটে ধুঁকতে থাকে। ২০১৮ সালের শুরুর দিতে সরকারের হস্তক্ষেপে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক এর অধিকাংশ শেয়ার কিনে নেয়। বর্তমানে ব্যাংকটির ৬০ শতাংশের বেশি শেয়ারের মালিক সোনালী, অগ্রণী, জনতা, রূপালী ও ইনভেস্টমেন্ট করপোরেশান অব বাংলাদেশ (আসিসিবি)।

সম্প্রতি, কেন্দ্রীয় ব্যাংকের কাছে নাম পরিবর্তনের আবেদন করেছিল ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদ। তাতে সায় দেয় বাংলাদেশ ব্যাংকও। বাংলাদেশ ব্যাংকের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৯ সালের ২৯ জানুয়ারি মঙ্গলবার থেকে তফসিলি ব্যাংকসমূহের তালিকায় ‘দ্য ফারমার্স ব্যাংক লিমিটেড’-এর নাম ‘পদ্মা ব্যাংক লিমিটেড’হিসেবে পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞপ্তিটি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এদিকে, ব্যাংকটির নাম পরিবর্তনের পর ‘পুরোনো নাম গন্ধ মুছে ফেলে’ ব্যাপক সংস্কারের মাধ্যমে নতুন উদ্যমে ব্যাংকটিকে এগিয়ে নেওয়ার প্রত্যায় ব্যক্ত করেছেন এর ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত