দুষ্টচক্রে আটকে আছে আর্থিক খাত: মুস্তফা কামাল

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০১৯, ১৩:৫৬

অনলাইন ডেস্ক

নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, একটা দুষ্টচক্রে আটকে আছে দেশের আর্থিক খাত, বিপর্যয় ঠেকাতে শিগগিরই এ খাতের সংস্কার দরকার।

সোমবার (৮ জানুয়ারি) সচিবালয়ে এ মন্তব্য করেন নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জিডিপির অনুপাতে রাজস্ব আদায়ের হার অনেক কম উল্লেখ করে, রাষ্ট্রীয় আয় বৃদ্ধিতে এনবিআর কর্মকর্তাদের আরো দায়িত্বশীল ভুমিকা পালনের আহ্বান জানান তিনি। এসময় করদাতাদের ওপর চাপ প্রয়োগ না করে কর আদায়ে প্রশাসনিক দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন অর্থমন্ত্রী।

সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিভাগগুলোর কর্মকর্তারা বরণ করে নেন নতুন অর্থমন্ত্রীকে। এসময় যেকোন মূল্যে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে বলেও জানান মন্ত্রী।