শীর্ষস্থান দখল করলো মাইক্রোসফট

প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৮, ১৫:৫২

সাহস ডেস্ক

২০১০ সালে বাজারমূল্যে সবচেয়ে কাছাকাছি প্রতিষ্ঠান হওয়ার পর প্রথমবারের মতো অ্যাপলকে টপকে শীর্ষ প্রতিষ্ঠান হয়েছে মাইক্রোসফট।

চলতি বছর আগস্টে প্রথম ট্রিলিয়ন ডলার প্রতিষ্ঠান হওয়া অ্যাপলের বাজারমূল্য গত শুক্রবার ৭৪,৬৮০ কোটি ডলারে নেমে আসে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে আরেক মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৭৩ হাজার ৬৬০ কোটি ডলার। অন্যদিকে ৭২ হাজার ৫৫০ কোটি ডলার নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।

অ্যাজিউর ক্লাউড, গেইমিং ও সারফেইস ল্যাপটপ-এ আয় বাড়ানোর মাধ্যমে মাইক্রোসফটের ২০১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকে আয় এসেছে ২৯১০ কোটি ডলার; মোট লাভ হয়েছে ৮৮০ কোটি ডলার। এ হিসেবে প্রতিষ্ঠানটির আয় বেড়েছে ১৯ শতাংশ আর মোট লাভ বেড়েছে ৩৪ শতাংশ।

মাইক্রোসফট প্রধান নির্বাহী সাত্যিয়া নাদেলা এক বিবৃতিতে বলেন, ‘আমরা ২০১৯ অর্থবছরে একটি সুন্দর সূচনা করছি, এটি আমাদের উদ্ভাবন ও গ্রাহকরা তাদের ডিজিটাল রূপান্তরে আমাদের ওপর যে আস্থা রাখছে তার একটি ফল।’

এই সময়ে ক্লাউড থেকে আয় ২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৬০ কোটি ডলার। ক্লাউড সার্ভারে আয় বেড়েছে ২৮ শতাংশ। অ্যাজুর ক্লাউডে তা বেড়ে ৭৬ শতাংশ হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত