পাঠাওয়ের পর সহজ পেলো দেড় কোটি ডলারের বিদেশি বিনিয়োগ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৯

সাহস ডেস্ক

দেশীয় অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং এর বাজার ধীরে ধীরে বড় হচ্ছে। আর তাকে ফুলিয়ে তুলতে হাত বাড়াচ্ছে বিদেশি কোম্পানি।ইন্দোনেশিয়ার কোম্পানি গো জেকের পাঠাওয়ে কোটি ডলারের বিনিয়োগের কিছুদিনের মাথায় প্রতিদ্বন্দ্বী কোম্পানি সহজ পেলো বিদেশি বিনিয়োগ। অ্যাপভিত্তিক রাইড সেবাদাতা কোম্পানিটি ব্যবসা বাড়াতে দেড় কোটি ডলারের বিদেশি তহবিল পেয়েছে।

টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুর ও চীনের উদ্যোক্তাদের কাছ থেকে কোম্পানিটি এই অর্থ পেয়েছে। এদের মধ্যে রয়েছে- সিঙ্গাপুরের গোল্ডেন গেইট ভেঞ্চারস কোহ বুন হোয়ি এবং চীনের লিনিয়ার ভিসি ও ৫০০ স্টার্টআপস।

এর আগে সহজের দেশীয় প্রতিদ্বন্দ্বী ইন্দোনেশীয় গো-জেকের সমর্থনপুষ্ট পাঠাও বিনিয়োগকারীদের কাছ থেকে ১ কোটি ডলারের তহবিল পায়।

২০১৪ সালে অনলাইনে বাস টিকেট বিক্রির কার্যক্রম শুরু করা সহজ ডটকম পরে ফেরির টিকেট বিক্রির সেবা এবং ২০১৮ সালে মোটরসাইকেল ও গাড়িতে ভ্রমণ সেবাও নিয়ে এসেছে।

সহজের সিইও মালিহা কাদির বলেন, তাদের কোম্পানি মাসে ১০ লাখ রাইড সেবা দিচ্ছে। এটার দ্বিগুণ করার পাশাপাশি ঢাকার বাইরে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত