আলিবাবার ই-কমার্স প্রযুক্তি এখন দারাজে

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৭

সাহস ডেস্ক

দারাজ অন্তর্ভূক্ত হয়েছে গোটা বিশ্ব জুড়ে পরিচালিত চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবার ইকোসিস্টেমে। আলিবাবা ইকোসিস্টেমে অন্তর্ভুক্ত হওয়ার পরে পরিবর্তন এসেছে দারাজ পরিচালনার প্রযুক্তিতে। আর এই প্রযুক্তি শুধু দারাজেই সীমাবদ্ধ থাকছে না। নতুন প্রযুক্তির সুফল যাতে ক্রেতা-বিক্রেতারাও উপভোগ করতে পারেন, সেই উপলক্ষ্যে দেশের বৃহত্তম অনলাইন মার্কেট প্লেস দারাজ আয়োজন করেছে ‘সেলারসামিট, ২০১৮’।

৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দিনব্যাপী আয়োজিত হয় সেলার সামিট-২০১৮। প্রায় এক হাজার ব্র্যান্ড পার্টনারদের নিয়ে সামিটের প্রথম অংশ শুরু হয় সকাল সাড়ে ১০টায় এবং শেষ হয় মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দুপুর ২টায়। দ্বিতীয় অংশ শুরু হয় বিকাল ৫টায় প্রায় দুই হাজার বিক্রেতাদের নিয়ে।

অনুষ্ঠানের প্রথম সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। 

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত