আবারও স্বণের দাম কমল

প্রকাশ : ২০ জুলাই ২০১৮, ১৩:১৫

সাহস ডেস্ক

আবারও ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমল স্বর্ণের দাম। এর ফলে ২২ ক্যারেটের (সবচেয়ে ভালো মানের) প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪৮ হাজার ৬৩৮ টাকা।

আজ শুক্রবার (২০ জুলাই) থেকে এ দাম কার্যকর হবে।  বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সংগঠনটি বলছে, আন্তর্জাতিক বাজারে দাম কমায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ১৮ মার্চ ১ হাজার ২৮৩ টাকা এবং ২০ জুন ১ হাজার ১৬৬ টাকা কমেছিল। ফলে এ নিয়ে তিন দফায় ভরিপ্রতি দাম কমল ৩ হাজার ৬০০ টাকা।

এদিকে আন্তর্জাতিক বাজারে (দুবাই) বৃহস্পতিবার প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ৩৭ দশমিক ৭১ ডলার। এ হিসাবে স্থানীয় মুদ্রায় প্রতিভরির দাম পড়ে (প্রতি ডলার ৮২ টাকা হিসাবে) ৩৬ হাজার ৬৭ টাকা। ফলে দাম কমার পরও দুবাইয়ের সঙ্গে বাংলাদেশি বাজারে ভরিতে পার্থক্য ১২ হাজার ৫৭০ টাকা। অর্থাৎ স্বর্ণের বাজারে বিশৃঙ্খলা চলছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৬৩৮ টাকা।

বৃহস্পতিবার এর দাম ছিল ৪৯ হাজার ৮০৫ টাকা। এ হিসাবে ভরিতে দাম কমেছে ১ হাজার ১৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪৭ হাজার ৫৩০ টাকা থেকে কমে ৪৬ হাজার ৪৬৪ টাকায় বিক্রি হবে।

এ হিসাবে ভরিতে দাম কমেছে ১ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৪২ হাজার ৪৫৬ টাকা থেকে কমে ৪১ হাজার ২৯০ টাকায় বিক্রি হবে।

ফলে ভরিতে দাম কমেছে ১ হাজার ১৬৬ টাকা। তবে সনাতন পদ্ধতির সোনার দাম অপরিবর্তিত রয়েছে। এ মানের স্বর্ণ প্রতি ভরি আগের মতো ২৭ হাজার ৫৮৫ টাকায় বিক্রি হবে।

অন্যদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দামও। আগের দাম অনুসারে প্রতি ভরি রুপা ১ হাজার ৪৯ টাকায় বিক্রি হবে।

তবে একজন ক্রেতা কোনো জুয়েলারির দোকান থেকে স্বর্ণের অলংকার কিনতে চাইলে তাকে ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। এরপর ভরিতে প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত মজুরি দিতে হয়।

জানা গেছে- মানভেদে দেশে চার ধরনের স্বর্ণ বিক্রি হয়। এর মধ্যে ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক পাঁচ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে।

আর পুরনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির স্বর্ণ। এক্ষেত্রে বিশুদ্ধ স্বর্ণের পরিমাণ নির্দিষ্ট করা নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত