ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর

ইনভেস্টমেন্ট প্রসিডিউর বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৮

অনলাইন ডেস্ক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর রাজশাহী ও খুলনা অঞ্চলের কর্মকর্তাদের অংশগ্রহণে ০৫ দিনব্যাপী ‘ইনভেস্টমেন্ট প্রসিডিউর’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন।

১৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে ব্যাংকের রাজশাহী ও খুলনা অঞ্চলের কর্মকর্তাদের অংশগ্রহণে ০৫ দিনব্যাপী “ইনভেস্টমেন্ট প্রসিডিউর’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী ওসমান আলী উক্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান, রাজশাহীর আঞ্চলিক প্রধান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইনভেস্টমেন্ট মনিটরিং এন্ড রিকভারি ডিভিশনের প্রধান জনাব এ. কে. এম আবু ছগীর চৌধুরী ও রাজশাহী  শাখার ব্যবস্থাপক জনাব মোহাঃ মোসফিকুর রহমান।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের রাজশাহী ও খুলনা অঞ্চলের ৩৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।