ক্ষণিকের অতিথি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০২:৪৪

এক.
ক্ষণিকের অতিথি,
কেন শেষ ক্ষণে দেখা হলো
বিদায় বারতা যে ঘনিয়ে এলো।
কেন শেষ ক্ষণে ধরা দিলে
আমার কাছে অধরা হয়ে।
শুরু না হতেই শেষ হলো
তোমার কাছে আমার চাওয়া পাওয়া যত।
দুই.
অসমাপ্ত রয়ে গেল আমার
হৃদয়ের যতো কথা
এ আঁখিতে ও আঁখিতে
রয়ে গেল ক্ষুধা।
তিন.
প্রদীপ নিভে যাবার আগে
জ্বলে ওঠে ধেয়ে
আমিও জ্বলে উঠেছি-
নিভে যাবো বলে।
চার.
যদি মনে পড়ে আমাকে
ক্ষণিকের জন্য
ভেবো আমি আছি
তোমার বাহুডোরে মিশে।
সাহস২৪.কম/এমআই