না বদলে যাওয়াই পিছুটান

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০১:৩৩

ফারহা মৌরিন মৌ

আমি তোমাদেরকে কিছুই বলবো না।

আমি দেখেছি,
      মানুষ বদলে যায়।
      ঘন ঘন বদলে যায়।
কারণে, অকারণে
আবেগে, জেদে, হিংসায়, ঘৃণায়, 
না পাওয়ায়,
না চাইতেই অধিক পেয়ে যাওয়ায়,
    অদেখায়-
বদলে যায়।

স্বার্থের এই পৃথিবীতে
        এই বদলে যাওয়া স্বাভাবিক
         না বদলে যাওয়াই অস্বাভাবিক।

তবে মনে রাখবে,
         তুমি বদলে গেলে
         আমিও বদলে যাই।
তোমার সাথে তাল মিলিয়ে
বদলে যাবার এই অসহ্য মানবীয় গুণাবলীকে
চরিতার্থ করি!

        এই বদলে যাওয়া প্রয়োজন
        না বদলে যাওয়াই পিছুটান।।

সাহস২৪.কম/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত