তর্জনী সামলে রাখতে শিখুন
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০১:১৬

তর্জনী সামনে রেখে জবাব চাইছে ঘষামাজা ইউনিফর্ম
দেশ বেচে চেটে ফাঁক করে দিচ্ছে বর্তমান
সম্ভবত ছবি তৈরি হচ্ছে আগামীর শিরোনাম ও শিরায়!
আশ্চর্য এই বৃষ্টি, অদ্ভুত সহনশীলতা!
নিঃসঙ্গ সংস্কৃতি এখনও বিপ্লব চালিয়ে যাচ্ছে
সংস্কৃতির মাথায় মুকুট, পায় ছেঁড়া জুতো
সারাগায়ে বর্জ্য-স্লোগান!
এতোকিছুর পরেও তর্জনী দিয়ে পৃথিবীকে শান্ত করা গেলো না
বিস্ফারিত মানুষের চিৎকার, এই চিৎকার অধিকারের
যুদ্ধ যুদ্ধ গন্ধে বেঁচে থাকা ও বাঁচিয়ে রাখার উন্মাদনা!
এরপরেও আরও একবার সতর্কীকরণ
এরপরেও আন্দোলন বিরোধিতা প্রতিবাদ…
সাহস২৪.কম/এমআই