x

এইমাত্র

  •  জাতীয়: ইসির আমন্ত্রণে সংলাপে যাবে না বিএনপি; বিষয়টি নিয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার; বলেছেন মির্জা ফখরুল।
  •  ইন্টারপোলের রেড নোটিশে নাম উঠেছে আলোচিত সোনা ব্যবসায়ী আরাভ খানের; তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি।
  •  দেশবাংলা: মাগুরায় ট্রাক-কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২। <> জাবিতে ছাত্রলীগ নেতাকে হামলার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড।
  •  আন্তর্জাতিক: ব্রাজিলের রিও ডি জেনিরোতে পুলিশ-অপরাধী সংঘর্ষে নিহত অন্তত ১৩ জন।
  •  ভারতের প্রধানমন্ত্রীর 'মোদি' পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে দুই বছর কারাদণ্ডপ্রাপ্ত রাহুল গান্ধীর সংসদ পদ বাতিল করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

পূনর্জন্মে

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ১৭:২৭

শাহীন রেজা রাসেল

পূনর্জন্মে আমি হয়ে
জন্ম নিও তুমি,
বুঝবে তখন আমার বুকে
কি ব্যথার সুনামি।

কি ভয়ানক পরীক্ষাতে
ফেলেছিলে আমায়,
রেখেছিলে এক সমুদ্র
সমান অবহেলায়।

জ্বালিয়েছিলে বুকের ভেতর
কোন হাবিয়ার আগুন,
দিয়েছিলে মুছে আমার
চিরকালের ফাগুন।

বুঝবে সেদিন কি হাহাকার
পোড়াতো এই আমায়,
একটুখানি ভালোবাসা
একটু প্রেমের আশায়।

সবার জন্য তোমার ছিলো
কেমন গভীর মায়া,
আমার জন্য গনগনে রোদ
কোথায় মায়া, ছায়া।

সবার ভালোবাসার প্রতি
আদর ছিলো তোমার,
সবচেয়ে বেশি ভালোবেসেও
জোটেনি যা আমার।

পূনর্জন্মে আমি হয়েই
জন্ম নিও তুমি,
বুঝবে তখন, কি নিদারুণ 
কষ্টে ছিলাম আমি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত