জনপ্রিয় থ্রিলার লেখক শেখ আবদুল হাকিম আর নেই

প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ১৫:৪৫

সাহস ডেস্ক

মাসুদ রানা সিরিজের অনেক বইয়ের জনপ্রিয় লেখক শেখ আবদুল হাকিম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২৮ আগস্ট) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ব্রংকাইটিসে ভুগছিলেন বলে জানা গেছে।

দুপুরে রাজধানীর বাসাবো পুর্ব নন্দীপাড়ায় বাসায় আবদুল হাকিম মারা যান বলে জানিয়েছেন তার মেয়ে সাজিয়া হাকিম।

গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হচ্ছিলো শেখ আবদুল হাকিমকে। তবে নেওয়ার আগে বাসাতেই তার মৃত্যু হয়। দাফন ও জানাজার বিষয়ে পারিবারিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সাজিয়া।

সেবা প্রকাশনীর কাজী আনোয়ার হোসেনের হাত দিয়ে যে মাসুদ রানার যাত্রা শুরু, ‘ঘোস্ট লেখক’ হিসেবে এই সিরিজের কয়েকশ বই শেখ আবদুল হাকিমের লেখা।

মাসুদ রানা সিরিজের বইয়ের স্বত্ব দাবি করে আইনি লড়াইয়ের কারণে গত বছর আলোচনায় আসেন শেখ আবদুল হাকিম। এছাড়া তার লেখা গোয়েন্দা কাহিনী ও অনুদিত বইগুলোও রোমাঞ্চপ্রিয় পাঠকদের পছন্দের তালিকায় রয়েছে।

সাহস২৪.কম/জিজি
 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত