এম এম আসাদুল্লাহর কবিতা

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২১, ০০:২৪

অসম

-এম এম আসাদুল্লাহ

পাশাপাশি বসতে পারো, 
নিতেও পারো চোখের আহার,
পারবে না তা দেখতে ছুঁয়ে, 
যতই থাকুক আশার পাহাড়!

হাসি মুখে থাকতে হবে, 
কান্না যতই আসুক চোখে,
মুখের ভাষা ভিন্ন হবে,
নইলে মন্দ বলবে লোকে!

মৃতের মুখেও ফুটবে বোল,
ভন্ড কথাও চলবে বেশ,
সব কথাতেই মনের গহীন
আয়নাতে ঐ, উঠবে রেশ!

বুক ফেটে যাক, কেউ না বোঝে,
কান্না হাসির দোলা-চলে,
একটু ভুলেই খেলটি খতম,
মন্দ কথা লোকেই বলে!

মাঝখানেতে বিশাল দেয়াল, 
মনটিতে তোর থাকুক খেয়াল, 
টপকে যদি পার হতে চাও?
আমার দিকে এবার তাকাও; 
বুকটি ভরে শ্বাস টেনে নাও,
হারবে বাধা এক নিমেষেই!!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত