‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১’ ভার্চুয়ালি হবে কিনা সিদ্ধান্ত এ সপ্তাহে

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২০, ০০:৩৫

সাহস ডেস্ক

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১’ ভার্চুয়ালি না সরাসরি অনুষ্ঠিত হবে তা জানা যাবে এ সপ্তাহের শুরুতে। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ।

তবে বাংলা একাডেমির একটি সূত্র জানা যায়, বাংলা একাডেমির বৈঠকে এবারের অমর একুশে বইমেলা ২০২১ ভার্চুয়ালি করার প্রস্তাব দেয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আসলে যেকোনো মাসে তা সরাসরি আয়োজন করার পরিকল্পনা নেয়া হয়েছে।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী লেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে করোনা পরিস্থিতিতে বইমেলা না করার জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তাহলে সেটা কার্যকর হবে। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে আমরা এই প্রস্তাবনা পাঠিয়েছি। বইমেলা নিয়ে বিস্তারিত আমরা আগামী রবিবার কিংবা সোমবার (১৩ বা ১৪ ডিসেম্বর) জানাতে পারবো বলে আশা করি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত