‘লাশের ব্যাগ’ জামশেদ নাজিমের কবিতা

প্রকাশ : ২২ নভেম্বর ২০২০, ১৫:২৯

জামশেদ নাজিম

মানুষ হ'য়েও
পোড়া মানুষের সংখ্যা গুনি
দেখি অ্যাম্বুলেন্সের ক্ষিপ্র যাতায়াত
ব্যাগ বোঝাই বেওয়ারিশ লাশের সারি।
আতংকিত মানুষের নির্বাক চোখ
আমাকে তাড়া ক'রে ঘুমের গভীরে-
অনেক দিন আমি ঘুমাই না
অনেক দিন কাঁদি না- কেউ কাঁদায় না।
পোড়া মানুষের আর্তনাদে
কোথায় যেন আটকে রয়েছি আমি-
পৃথিবীর কান্নার রোলে
প্রতিনিয়ত ঢুকে পড়ি জোছনার কফিনে-
এসব খবর কি কেউ রাখে?

 

প্রকাশিতব্য কবিতা গ্রন্থ- 'জোছনার কফিন'
কবি-  জামশেদ নাজিম
(প্রকাশকাল ২০২১)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত