‘নির্মোহ টান’ জামশেদ নাজিমের কবিতা

প্রকাশ : ২২ নভেম্বর ২০২০, ১৫:১৩

জামশেদ নাজিম

অন্ধকার বাড়ির উঠোনে দেখেছিল—
ঘরে না ফেরার প্রতিজ্ঞাবদ্ধ বুকে রক্তক্ষরণ।
সীমান্তের জরাজীর্ণ কাঁটাতার শুনেছিল—
অপরিচিত কোন কারণে ছুটে যেতে হয়
নতুন পরিচয়-পত্রে ধার করা ঠিকানায়।

কলকাতার বিছানায় শুয়ে কতো মানুষ
ছেলে বেলার স্মৃতি স্মরণে ফিরে আসে-
এই বাংলার পলি উপত্যকার পাশ দিয়ে আমতলায়
স্কুলে পিছু নেয়া বখাটে ছেলের চিঠির কথা
নিঃস্ব দুপুরে অশ্রু ঝরিয়ে যায় ওপার-বাংলায়।

জীবন পথের ভুলে সীমানা পেরিয়ে যাওয়া
কোলের শিশুর জন্ম স্থানের গন্ধ শুঁকতে চায়।
বাবার হাত ধরে অজানা পথে হাঁটা কিশোরের বিরহ
পাড়ার খেলার মাঠ খেলোয়াড় শূন্যতায় বিবাগী ।
বৃদ্ধার চিতায় আগুন জুটলো না চেনা শ্মশানে।

কিছু মানুষ ভুলে গেছে দুই বাংলার পলি-বিশ্বাস
কিছু মানুষ কেঁদে ওঠে কোন দেশে বুকের নির্মোহ টান
উপহার দিবে নির্ভয়ে লিখতে আপন ঠিকানা।
ভাগ হওয়ার দরকার ছিল কি এই ভুবনের
মানুষ হ'য়ে যে খাঁচা বদ্ধ করেছে
রাষ্ট্র নামের সীমানায় কাঁটা তারের বেড়া।


 

কবি- জামশেদ নাজিম
প্রকাশিতব্য কবিতা গ্রন্থ " জোছনার কফিন"
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত