কবিতা

স্বাধীনতা আমার

(জাতির পিতার প্রতি শ্রদ্ধা)

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৪

ভাস্কর রাসা

স্বাধীনতা আমার
বজ্রকণ্ঠ অলংঘন নির্দেশ
রক্তিম বর্ণমালার শপথ
বীর বাঙালির আত্মত্যাগের
চরম অগ্নিপরীক্ষা।

স্বাধীনতা আমার
সর্বগ্রাসী অনলের লকলকে শিখা
পুড়ে ছারখার
শ্যামল বাংলার সবুজ প্রান্তর
জনপদ নগর বন্দর
বাংলা তখন এক মৃত্যুপুরী
চারদিকে খবিশের নগ্ন উল্লম্ফন।

স্বাধীনতা আমার
ভয়াল রাত জঘন্য হত্যাকাণ্ড
দশদিকে শয়তানের তাণ্ডব নৃত্য
মানুষের রক্তের স্রোত
গড়িয়ে গেল
নদীনালা খালেবিলে।

স্বাধীনতা আমার
কামানের গর্জন মর্টার সাইক্লোন
বৃষ্টির মতো মেশিনগানের গুলি
উড়ে যাচ্ছে মানুষের
বক্ষ পাঁজর মাথার খুলি
সন্তানহারা মায়ের
গগনবিদারী আর্তচিৎকার

ধেয়ে আসছে উর্দিপরা
এক লক্ষ মাতাল পিশাচ।

স্বাধীনতা আমার
আঁতুরঘরে ঘাতকের বর্বর বুলেটে
মা ও শিশুর নিষ্ঠুর মৃত্যুগাথা।

স্বাধীনতা আমার
বাংলার জলে স্থলে
নিরপরাধ মানুষের লাশ
গবাদির মৃতদেহ
হানাদার রাজাকারের কামড়ে কামড়ে
ক্ষতবিক্ষত
এদেশ যেন এক পত্রবিহীন বৃক্ষ
বাংলার নীলাকাশ তখন
শকুনের হিংস্র নখরে আহত।

স্বাধীনতা আমার
যুদ্ধের রক্তাক্ত দলিলের মতো
পড়ে আছে
ধর্ষিতা কিশোরীর নিষ্প্রাণ দেহ।

স্বাধীনতা আমার
ত্রিশ লক্ষ শহীদের ২ কোটি লিটার
টকটকে তাজা লাল পবিত্র রক্ত
লণ্ডভণ্ড গোলাঘর শস্যক্ষেত
লতা গুল্ম বৃক্ষ
বাতাসে বারুদের ঝাঁঝালো গন্ধ।

স্বাধীনতা আমার
নিঝুম রাত বিদঘুটে অন্ধকার
শত্রুর অপেক্ষায়
শাণিত ইস্পাতের মতো দৃঢ়
এক ঝাঁক গেরিলা যোদ্ধার
নির্ভিক সশস্ত্র উত্তেজনা।

স্বাধীনতা আমার
পৌষ মাসে খালের শীতল জলে
কচুরিপানার ভেতর
জিয়ল মাছের মতো
নাক উঁচিয়ে আত্মরক্ষার সময়
পরবর্তী আক্রমণের ছক আঁকা।

স্বাধীনতা আমার
চৈত্রের কাঠফাটা দুপুরে
ট্রেনিং ক্যাম্পে জীবনপণ শপথে
বলীয়ান যুবকের সশস্ত্র দৃষ্টি
নিক্ষিপ্ত হয় শত্রুর প্রতি।

স্বাধীনতা আমার
প্রবাসে শরণার্থী শিবিরে
ক্ষুধা অসুখ আর অপুষ্টির
লাইনে আবালবৃদ্ধবনিতা
অগনিত আবেগ বেদনার
অলিখিত স্মৃতিকথা।

স্বাধীনতা আমার
ঐতিহাসিক সময়ে
পাশে দাঁড়িয়ে হাত  বাড়িয়েছে
বন্ধু দেশ ব্যক্তি প্রতিষ্ঠান
সবার প্রতি শ্রদ্ধা সম্মান।

স্বাধীনতা আমার
পাকিস্তানি হানাদার
জামায়াত রাজাকার
দ্বিজাতিতত্ত্ব
মূল উৎপাটনের
জাতীয় ঐক্য।

স্বাধীনতা আমার
শ্রমিক কৃষক ছাত্র জনতা
ইপিআর পুলিশ সৈনিকের
অতর্কিত আক্রমণে
বৃদ্ধের দাঁতের মতো নড়বড়ে
কসাই নিয়াজী টিক্কা
জল্লাদ ইয়াহিয়া।

স্বাধীনতা আমার
কারো দানে পাওয়া নয়
লক্ষ কোটি মানুষের
আত্মত্যাগে অর্জিত
এ আমার গর্বিত সম্পদ
অমূল্য স্মৃতি
প্রজন্ম মুক্তির
অপূর্ব কোরাস গীতি।

স্বাধীনতা আমার
অন্য কোনো সত্তা নয়
স্বাধীনতা আমার
স্বীয় সত্তা
স্বীয় সত্তা
স্বীয় সত্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত