x

এইমাত্র

  •  শিগগিরই দেশে পৌঁছাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক রিঅ্যাক্টর
  •  সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মারা গেলেন চাদের প্রেসিডেন্ট
  •  দুই জান্নাতকেই কন্ট্রাকচ্যুয়াল বিয়ে করেছিলেন মামুনুল
  •  লকডাউনে থাকছে যেসব বিধিনিষেধ
  •  জামায়াত ও হেফাজত একই সূত্রে গাঁথা: আ.লীগ

কবিতা

ঊণ-মানুষ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২০, ২৩:২৩

এরা ধার্মিক হয়, বক ধার্মিকও
দোষারোপের জন্য নিজের অর্ধেকটা
বিসর্জন দিয়ে হলেও -
এরা নারী হয়েই জন্মায়!
কেউ কেউ আবার পুরুষত্বের অহমিকায়
অস্বীকার করে, নিজ অস্তিত্ব মায়!
আপনার মতো এরা ডাক্তার হয়,
আমার মতো- ইঞ্জিনিয়ারও,
উকিল, রাজনীতিবিদ,
ধর্ম ব্যবসায়ী- কেউ হিন্দু, কেউ মুসলিম, ইহুদিও!
অপর পক্ষকে হিংস্রতায় ছিঁড়ে খেতে চায়-
এরা কপট সন্যাসীও হয়, কখনো কখনো।।
ক্ষোভে, যন্ত্রনায়, ক্ষুধা এবং দ্রোহে
কাম, লিপ্সা ক্রোধে আর মোহে
অর্জনের পথে এরা ছুটে চলে অনির্বাণ।।
এরা সব হয়, এরা সবই হতে চায়-
শুধু, শুধুমাত্র মানুষ হয় না,
হতেও চায় না, ক-খ-নো-ই।।
২৯.১০.২০১৮
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত