কবিতা

বিচারহীন সংস্কৃতি

প্রকাশ : ১৫ আগস্ট ২০২০, ২৩:১৮

ক্রসফায়ারের অন্য পিঠে
গুজব, গসিপ, গণধোলাই!
এই কথাটা যাদের ঘটে
ঢোকেনি আজও, তাদের বোলাই।
বিচার টিচার পরে হবে
এখনই চাই ফাঁসি
এই দাবীতে দাঁড়িয়ে ছিলে
হয়ে রানী ঝাঁসি।
স্বপ্নে ধোঁয়ার কল্কে দিয়ে
সব কিছুরই বিচার নিয়ে
চাইছিলে তো ক্রসফায়ারের
বজ্রপাতে মেরে,
কঠিন হৃদয় করতে শীতল
ভালবাসার ফেরে।
তবে,
এখন কেন লাগছে বুকে
মরছ সবাই মাথা ঠুকে-
বলছ কেন?
"আইন না নাও হাতে তুলে",
আর না মরুক একটি প্রাণী,
কোন কিছুর একটু ভুলে।
 
জেনে রেখোঃ
বিচারহীনের সংস্কৃতিটাই
একটা গোলক ধাঁধা,
গাধা হেথায় বিষ্ঠা গেলায়,
সব কিছুতেই চরম হেলায়
বে-আইনে বাঁধা।
২৪.০৭.২০১৯
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত