কবিতা

রাজনৈতিক পংক্তিমালা

প্রকাশ : ১৫ আগস্ট ২০২০, ২৩:১৪

বেচারা !
সে এসেছিল প্রেমিকের বেশে,
বোঝেনিঃ
প্রেমিকের দন্ত থাকে না
প্রেমিকের নখরও থাকে না
খুর, শিং, লম্ফ-ঝম্ফ কিছু না!
প্রেমের মন্ত্র থাকে না!
প্রেম বুঝে নিতে হয়
যে বোঝে সে পায়, প্রেম শুধু প্রেম পায়!
 
বেচারা !
সে এসেছিল শ্রমিকের বেশে,
বোঝেনিঃ
শ্রমিকের ভুঁড়ি থাকে না.
না গলায় চর্বির থোকা !
হাত গুলো শক্ত-পোক্ত, নরম থাকে না!
নেলপলিশ? না, থাকে না, থাকে না!
 
বেচারা !
সে এসেছিল মুজিব সেজে।
বোঝেনিঃ
মুজিব শুধুই একজন মানুষ নয়,
গোঁফ, মেকআপ আর পরচুলা নয়
মুজিব মানে মুজিব কোটও নয়
মুজিব একটি বিশ্বাস!
যার মানুষে বিশ্বাস নেই,
মনে আর মুখে সাদৃশ্য নেই,
ভরসা নেই মানুষের প্রতিদানে,
তোমরাই বলো-
সে কেমন করে মুজিব হবে?
১৫.১০. ২০১৯
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত