কবিতা

ইচ্ছে করে

প্রকাশ : ০৬ জুন ২০২০, ১৭:১৬

আবার যদি জন্ম নেই
অনেক বড় খাদক হবো।
কোরমা, হালিম,প‍্যাচ জিলিপি,
তান্দুরি নান, মদ বিলিতি,
স্বাস্থ্য সেবা, চিকিৎসা আর
সামনে যা পাই, সবই খাবো।

রাস্তা খাবো, ব্রিজ খাবো,
ব‍্যাংক বীমার কিমা খাবো।
ওয়েস্টিনের একুশ তলায় 
মানুষ নামের সীমাও খাবো।

আমার পেটের বহর হবে
সমগ্র এই বাংলাদেশ।
বাজেট খাবো, শিক্ষা খাবো,
রিক্ত হাতের পাঁচও খাবো,
সবকিছু খাবার পরেও
খাওয়া কিন্তু হবে না শেষ।

তেলতেলে এই চেহারা আমার, 
কুতকুতে ওই চোখটি চামার;
চক্ষু লজ্জা? ওটার বালাই!
করলে কি আর মুখটা চালাই?

তবু কিন্তু মনে রেখোঃ
আবার যদি জন্ম নেই!
বাংলা নামের দেশটা নিয়ে 
আর যেন কেউ না ভাবে, 
তেমন কিছুই করবো দেখো।
ইতিহাসের মিথ্যে খাতায়, 
আমার নামটি উচ্চ হাতায়
থাকবে লেখা, পড়বে দেখো!!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত