ফেরারী হৃদয়

প্রকাশ | ০৩ জুন ২০২০, ২৩:৫৩ | আপডেট: ০৩ জুন ২০২০, ২৩:৫৬

মেঘেরা উড়ে গেছে 
আকাশের নীরবতায়
গোধূলির কাছে বন্দী 
প্রণয়ের সাতকাহন
জমিয়ে রাখা কষ্টগুলি 
কেমন জানি পাথর কান্না
চোখের ভিতর জমা থাকে 
এক সমুদ্র জলের বন্যা ।

ভুল করে একই পথে হেঁটে যাওয়া 
বুক পকেটে সেই চিঠিটা খুঁজে পাওয়া 
বর্ণে বর্ণে তার কথাই বলতে চাওয়া 
কোন অজানায় নিজের মতো হারিয়ে যাওয়া । 

কত বিকেল সন্ধা হয়ে রাত্রি হলো
ঘড়ির কাটা অবাক হয়ে থমকে গেল
মহাকাল যেমন ছিল তেমনি আছে 
আমরা কেবল জীবন স্রোতে বহমান। 

নদীর জলেও দুঃখ থাকে 
আমাদের কথা মনে রাখে।