মেহনতি মানুষের জন্য

প্রকাশ : ২৪ মে ২০২০, ১৬:৪৯

তোমার গায়ের ঘামের দাম কত তুমি জানো না
দিন দিন তোমার গতরের দাম কমে তুমি মান না।

হাতুড়ি, কাস্তে, কোদাল, তাঁতের মাকু, নাঙলের ফলা
চালায় কলকারখানা, ফলায় অন্ন সবার প্রতি বেলা।

প্রতিটি রক্ত কনার বিনিময়ে দিয়ে যাও সুখ
তোমার জন্য কোথাও কেউ নেই সবাই বিমুখ।

বিদ্রোহ করতে হবে সকল অক্ষমতার
ফিরে পেতে তোমাদের হারানো অধিকার।

বুকের ভেতরে জমে থাকা বঞ্চনার ক্ষোভ
আগুন হয়ে জ্বলে উঠুক নিতে প্রতিশোধ ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত