সমর্পণ

প্রকাশ : ১৯ মে ২০২০, ২০:৪৩

কতকাল হয়নি দেখা আমাদের
এবার দেখা হলে জমিয়ে রাখা স্মৃতিগুলো  
দিয়ে দেবো তোমাকে 
এতকাল বহন করতে করতে 
আমার হৃদয় এখন ক্লান্ত। 

একবার তোমাকে রাজহাঁস তাড়া করেছিল 
তুমি দৌড়ে এসে 
আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে অস্থির
আমার সান্ত্বনাতেও তুমি ভরসা পাচ্ছিলেনা
রাজহাঁসটা কিছুটা সময় তোমার দিকে তাকিয়ে 
ফিরে গেলো নিজের কোলাহলে
সুখের সমুদ্রে যুগলবন্দী রাজহাঁসের জীবন 
এ জীবন কে না চায় । 
রাজহাঁসেই এতো ভয় 
রাজপুত্র এলে না জানি কি হয়  
আমি বলতেই 
তুমি লজ্জা পেয়ে দ্রুত ছুটে চলে গেলে। 

পড়ন্ত বিকেলে মিছে মিছে 
সংসার সাজানোর খেলা 
তোমার অভিমান ভাঙাবো বলে 
কত শত প্রতিশ্রুতিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি
ভুলি কেমন করে হৃদয়ের কথা। 
তোমার কঠিন হৃদয় 
সিক্ত হয়েছিল প্রণয়ের অনুরাগে  
এক মহাকাব্য লিখেছি 
একান্তে দু'জনে গোধূলির রঙে। 

ছাতিম গাছটা এখনো 
প্রণয়ের সাথী হয়ে আছে
পাতায় পাতায় জেগে আছে 
আমাদের ভালোবাসা 
পথিকের আগমনে ভুলেনি সে প্রণয়ের কথা 
দিয়েছে প্রেমের ধূসর ছায়া 
অবারিত করে সবুজের মায়া।

পুতুল খেলায় যুগলবন্দী হয়েছি সুতীব্র বাসনায় 
সময়ের কাছে আমি এখনো ঋণী
খেলছি কেবল জীবনের পুতুল খেলা
বেলা অবেলায় তোমার আগমন অপেক্ষায় 
আমি এক বহমান নদী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত