কয়েদির ডায়রি

প্রকাশ : ১৮ মে ২০২০, ২০:২৭

কেমন আছো তুমি বদ্ধ ঘরে- একাকী লাগছে খুব  
পূবের জালনাটা খুলে দাও আলো আসবে ঘরে
পুরনো দিনের গান শুনতে পার- মন হালকা হবে 
বদলে যাওয়া পৃথিবীতে হয়তবা বদলে যাবে সবাই
শুধু বদলাবেনা আমাদের প্রণয়ের গল্পগাথা । 

এখন তো বেলি ফুলের সময়, তোমার প্রিয় ফুল
তোমার বাগানে এখন বেলির মাতাল হাওয়া 
নিজেকে উজাড় করে ফুলেরা হয়ে যায় ফেরারি
আমিও থাকি সৌরভে তোমার হৃদয়ের কাছাকাছি। 
 
তোমাকে হালকা জলপাই রঙের তাঁতের শাড়ি 
আর খোঁপায় বেলি ফুলের মালাতে বেশ মানায় 
কেন যেন মনে হচ্ছিল তুমি হয়তো সেজেছো আজ
অথবা শেষবার দেখা হওয়ার পর আর সাজোনি
না বলা অভিমানে সময় চলে যায়- মহাকাল সাক্ষী
কারাগারে একাকী জীবন তোমার স্মৃতি মগ্নতায় 
আমাদের ভালোবাসা জন্ম জন্মান্তরে প্রোথিত রবে। 

পৃথিবীও আজ অভিমান করেছে ভুলে গেছে সব আনন্দ, উৎসব, আলাপন হারিয়েছে অজানায়
ঝর্ণার অবিরাম ধারা থেমে গেছে বিরাণ অরণ্যে 
ভালোবাসা পায়নি বলে পৃথিবী হয়েছে অচেনা। 

আমাদের বিরহে কাতর হবে না এই পৃথিবী
তবে কি আজন্ম কারাবাস হবে জীবনের সমাধান 
আত্মপরিচয় উন্মোচিত করে দেখে নাও ভালো করে
নিজের সত্তার কাছে হয়ে আছো কতো ঋণী। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত