বিপ্লবী

প্রকাশ : ১২ মে ২০২০, ১৮:২৮

 

বিকেলের বৃষ্টিটা হালকা থেকে ক্রমশ ভারি হতে থাকে   
বৃষ্টির গান শুনতে শুনতে মন হারিয়ে যায় নিরালায়  
বৃষ্টির মাদকতায় ভেঙে যায় নীরবতা, মনকে স্পর্শ করে দূরে কোথাও হারিয়ে যায় মেঘের দল- কোন অজানায়
গল্পের গভীরে নোঙর করে আমাদের ভালোবাসা। 

তুমি বললে আরেকটু বস কথা বলি- যা হয়নি বলা
তোমার কথায় আদ্রর্তা বাড়ে সময়ের সাথে সাথে  আমারো উঠতে ইচ্ছে করে না, তবুও যেতে হবে 
একটু পরেই টিকটিকির আনাগোনা শুরু হবে 
এদের চোখ ফাঁকি দিয়ে তিনটা গলি পার হয়ে 
পাট গোদামের বড় রাস্তার মোড়ে চারটা বাড়ির পর  লতিফ ভাইয়ের প্রেস থেকে নতুন লিফলেট আর 
জমে থাকা চিঠিগুলো নিয়ে চোখের নিমেষে 
হাওয়া হয়ে যেতে হবে অন্ধকারে। 

রাত্রি নামার আগেই ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে 
গৌরিপুরে গগনদের বাড়ি যাবো- রাতে সভা হবে 
তর্ক, বিতর্ক, রাগ, অভিমান শেষে আবারো প্রতিজ্ঞা 
মুক্তির মিছিলে আমরা যাব বিজয়ের পতাকা হাতে
আমাদের ভালোবাসা বিলিয়ে দিবো নতুন পৃথিবীতে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত