কখনো কখনো

প্রকাশ : ০৫ মে ২০২০, ২২:৫৭

কখনো কখনো

 

জানিনা তোমার এমন হয় কিনা 
কখনো কখনো আমার খুব কাঁদতে ইচ্ছা করে 
হৃদয়ে জমে থাকা কষ্টের পাহাড়কে 
সমুদ্রে হারিয়ে ফেলতে চাই 
যেভাবে তুমি হারিয়ে গেলে। 

তখন চাঁদের অভিমান
কৃষ্ণপক্ষের মিতালিতে জোনাকির রাত 
ঝি ঝি পোকারাও সঙ্গে ছিল
ভীষণ একাকী আমি আর ছাতিম গাছটা সঙ্গী 
অন্ধকারের অপরূপ সৌন্দর্যকে দেখতে চেয়েছি তোমার চলে যাওয়ার পথে 
তুমি বাতাসের শরীরে সেই যে হারিয়ে গেলে 
আর দেখা হলো না আমাদের।   

কখনো কখনো আমার খুব কাঁদতে ইচ্ছা করে 
বুকের ভিতরে জমে থাকা মেঘটা 
বৃষ্টিতে হারিয়ে ফেলতে চাই 
যেভাবে তুমি হারিয়ে গেলে। 

কতো অভিমান জমে আছে তোমার বুকে
আমার না বলা গল্পগুলো হারিয়ে গেছে বিচ্ছিন্ন দ্বীপে
আমি আবারো নদী হয়ে সমুদ্রে হারিয়ে যাব 
তোমাকে আমার মতো করে পাবো বলে।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত