মন ভালো নেই

প্রকাশ : ০৩ মে ২০২০, ২৩:৫৯

 

মন ভালো নেই 

 

 

চেনা শহর অচেনা দ্বীপের মতো 
সখ্যতা ভুলে অতি দূরে অবিচল দাঁড়িয়ে 
রাত দিন অলস সময় মিতালি করে 
মনের জানালায় ফেলে আসা পথ কেবলি ডাকে 
আমার একাকিত্ব তোমাকে স্পর্শ করে না 
অবলীলায় তুমি ভুলে যাও আমাকে 
একান্ত বিকেলের কথোপকথন হারিয়ে যায় 
কোন এক অজানা বিষন্নতা আচ্ছন্ন করে । 

 

জীবনের দৃশ্যপট বদলে যায় আকাশের মতো
অচেনা কন্ঠস্বরে কর্কশ আওয়াজ তুলে 
শকুনের দল উড়ে আসে শবের মিছিলে 
অবেলায় হাট ভেঙে যায়-ভেঙে যায় চৈত্রের আড়ং 
আমাদের ভালোবাসায় অসুরেরা হানা দেয়
ছড়িয়ে ছিটিয়ে থাকে আলতা, চুলের ফিতা, 
লাল রংয়ের চুড়ি, আর তোমার বাসন্তী রঙের শাড়ি।

 

অদ্ভুত সময়ে অজানা গন্তব্যে কঠিন এই পথ চলা 
তবুও আমাদের ভালোবাসায় থেমে যাবে কালবেলা
নতুন ঊষার আলো ছড়িয়ে নতুন দিনের আমন্ত্রণে
তুমি আমি জীবনের নিয়মে জীবন সাজাবো 
ফিরে পাবো আমাদের শাশ্বত ভালোবাসার 
স্বপ্নের দিনগুলি । 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত